
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন—আইলকুন্ডি চরের সালাম শেখের ছেলে নাঈম শেখ (২২) ও ওই এলাকার আ. রাজ্জাকের ছেলে আসিফ (২০)।
ওসি বলেন, আজ সকালে ধুলসুরা ইউনিয়ন চেয়ারম্যান জায়েদ খান সকাল ১০টার দিকে জানান আইলকুন্ডি চরে কাঠবাগানে একটি লাশ দেখেছেন স্থানীয়রা। পরে দুপুর লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গতকাল রোববার বিকেল ৫টার দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে আইলকুন্ডি চরে ঘোরাঘুরি করতে দেখে নাঈম শেখ ও আসিফ। তাঁকে গরু চোর ভেবে আটক করে আইলকুন্ডি গ্রামের পরাণ সরকারের কাঠবাগানে নিয়ে যায়। কাঠবাগানে নিয়ে দড়ি দিয়ে বেঁধে গাছের ডাল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে মাথা ফাটানোসহ দুই হাত, পা ও সারা শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে ফেলে ও রক্তাক্ত জখম করে। এই ঘটনায় আসিফকে আটক করা হয়েছে। নাঈম শেখ পলাতক রয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দড়ি ও লাঠি জব্দ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। লাশের পরিচয় শনাক্তসহ মামলা দায়েরর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Reporter Name 









