পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : অদ্য ১৪/৫/২৪ বুধবার জনৈক ফেরদৌস মোল্যা(১৭), পিতা-সাখাওয়াত মোল্যা, গ্রাম -ফুলবাড়ী, ইউপি-কামারখালী, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর চলতি বছরে এসএসসি পাশ করে। সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে ভুগিতেছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়।অদ্য
বিকাল অানুমানিক ৩.০০ ঘটিকার সময় উক্ত ফেরদৌস গোসল করার জন্য ফুলবাড়ী গ্রামের গড়াই নদীতে যায়। সে পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তার লাস পাওয়া যায়। সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho