আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ "খেলার ছলে শিক্ষা- শিক্ষানীতির দীক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান - ২০২৪ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।
মঙ্গবার (১৯ নভেম্বর) সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের মিতরা প্রাথমিক বিদ্যালয় মাঠে আইরমারা- মিতরা বয়েজ স্পোটিং ক্লাব ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয় পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল থেকে শুরু হওয়া খেলায় সর্বসাধারনের জন্য পাতিল ভাংগাসহ মোট ৪৩টি ইভেন্টে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
খেলাশেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তারের সভাপতিত্বে ও আইরমারা- মিতরা বয়েজ স্পোটিং ক্লাবের সভাপতি সাংবাদিক শাহীনূল ইসলাম তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য অরুনান্দ ভট্টাচার্য, সাবেক সভাপতি এডহক কমিটির সদস্য মোঃ বেলায়েত হোসেন,মিতরা ইউনাইটেড ওয়েলফেয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, মার্টিনের রিভার্স এলোমেন্টারী হাই স্কুলের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ও মিতরা ইউনাইটেড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সেকেন্দার, আইরমাড়া -মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মহীউদ্দীন খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান চান মিয়া, মোঃ শরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহান মিয়া প্রমুখ।
শেষে বিজয়িদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho