নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একাডেমিতে নৌ উইং ক্যাম্পিং ২০২৪-২৫ এর ১০ দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয়ার মাধ্যমে পর্দা নামে এ ক্যাম্পের।
এরআগে ক্যাম্পে অংশ নেয়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ফটিলার ২৮২ জন ক্যাডেট কুচকাওয়াজ প্রদর্শন করেন। এবার খুলনা ফটিলা চ্যাম্পিয়ন ও ঢাকা ফটিলা রানারআপের সম্মাণ অর্জন করেন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ মসউদ বলেন, বিএনসিসি'র সদস্যরা দেশের সকল সংকটে জনগনের কল্যানে নিজেকে নিয়োজিত করে মানুষের আস্থা অর্জন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho