বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় এক ফিড ম্যানেজারের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে খোয়া যাওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাই কারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি বড় হাসুয়া ও ১টি বার্মিজ চাকু।
গ্রেফতারকৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন ওরফে ফরহাদ (২৪), একই গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (২৮), শার্শা উপজেলার ইসলামপুরের মৃত বেল্লাল হোসেনের ছেলে রাব্বেল ওরফে রাব্বি (২১), ও ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন। তারা সকলে চিহ্নিত ছিনতাইকারী।
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তত্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।
তিনি জানান, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক মোঃ রুহুল আমিনের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ফিডের পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়ায় যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার মোটরসাইকেল গতিরোধ করে তাকে জখম করে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা বিষয়টি দ্রুত পুলিশকে জানালে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে গ্রেফতার করে। পরে ডিবি পলুশের সহযোগিতায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুই আসামি তরিকুল ও রাব্বিকেও গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho