১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাজের চাঁপ

মানুষ হয়ে জন্মের্ছি আমি চাইনা কিছুইতে হারতে
সংগ্রাম করে বাচতে হবে যদি জানতাম আগে।
পঁড়ার কথা বলতো যখন বুঝতে পারি নি তখন
সেই দিনের ভ‚লের মাসূল দিতে হচ্ছে এখন।
রৌদ্রে- পুঁড়ে, বৃষ্ঠিতে ভিঁজে কৃঁষকেরা করে কাজ
ক্ষেঁত,খাঁমারে যাইতে বললে দিছি দোহায় পঁড়ার আছে চাঁপ।
অনেক ফাঁকি দিছি আমি বাপের হোঁটেলে
কর্ম করে খায় এখন ঢাকা শহরে।
ঠেঁলাধাঁক্কা,বকাযকা আছে কাজের চাঁপ
পারব না এই কথাটি বলতে আমি আর।
কোন কিছুই ভালো লাগে না কাজের চাঁপে আমার
মাসের শেষে বেতন পেলে খুশিঁ লাগে সবার।
মুখেঁ অনেক কিছুই বলি আর করব না চাকরি
এতো প্যাঁরা থাকার পরেও দেখি এঁটা সবারই দরকারী।

****সমাপ্তি***

Tag :
About Author Information

জনপ্রিয়

ডা: শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জের তারালী ও চাম্পাফুলে বিক্ষোভ সমাবেশ

কাজের চাঁপ

প্রকাশের সময়ঃ ০৪:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মানুষ হয়ে জন্মের্ছি আমি চাইনা কিছুইতে হারতে
সংগ্রাম করে বাচতে হবে যদি জানতাম আগে।
পঁড়ার কথা বলতো যখন বুঝতে পারি নি তখন
সেই দিনের ভ‚লের মাসূল দিতে হচ্ছে এখন।
রৌদ্রে- পুঁড়ে, বৃষ্ঠিতে ভিঁজে কৃঁষকেরা করে কাজ
ক্ষেঁত,খাঁমারে যাইতে বললে দিছি দোহায় পঁড়ার আছে চাঁপ।
অনেক ফাঁকি দিছি আমি বাপের হোঁটেলে
কর্ম করে খায় এখন ঢাকা শহরে।
ঠেঁলাধাঁক্কা,বকাযকা আছে কাজের চাঁপ
পারব না এই কথাটি বলতে আমি আর।
কোন কিছুই ভালো লাগে না কাজের চাঁপে আমার
মাসের শেষে বেতন পেলে খুশিঁ লাগে সবার।
মুখেঁ অনেক কিছুই বলি আর করব না চাকরি
এতো প্যাঁরা থাকার পরেও দেখি এঁটা সবারই দরকারী।

****সমাপ্তি***