ঢাকাঃ পৃথিবীর ঘূর্ণন আগের চেয়ে দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ কারণে বিশ্বের সময় নির্ধারক সংস্থাগুলো ইতিহাসে প্রথমবার সময় থেকে এক সেকেন্ড বাদ দেওয়ার (নেগেটিভ লিপ সেকেন্ড) কথা ভাবছে। এ সিদ্ধান্ত নেওয়া হলে বৈশ্বিক সময় গণনায় তা হবে নজিরবিহীন ঘটনা।
সাম্প্রতিক পরিমাপে দেখা গেছে, চলতি গ্রীষ্মে পৃথিবীর ঘূর্ণন আরও দ্রুত হয়েছে।
১০ জুলাই দিনটি ছিল বছরের সবচেয়ে ছোট দিন, যা স্বাভাবিক ২৪ ঘণ্টার তুলনায় ১.৩৬ মিলিসেকেন্ড কম দীর্ঘ ছিল।
বিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তনের কারণে স্যাটেলাইট, জিপিএস ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। পৃথিবীর ঘূর্ণনের গতিবিধিতে চাঁদের আকর্ষণ (টিডাল ফোর্স), বায়ুমণ্ডলের ঋতুজনিত পরিবর্তন এবং অভ্যন্তরীণ তরল কোরের (গলিত কেন্দ্রের) গতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৭২ সাল থেকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২৭ বার সময়ের মধ্যে এক সেকেন্ড করে যোগ করা হয়েছে, যাকে বলা হয় ‘লিপ সেকেন্ড’।
তবে এবার প্রথমবার এক সেকেন্ড বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০৩৫ সালের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho