০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজ বাসায় হেনস্তার শিকার আশিক বানায়া খ্যাত তনুশ্রী 

  • বিনোদন ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ঢাকাঃ বলিউডের জনপ্রিয় নায়িকা তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি।

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে।

ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, নিজের বাড়িতেই আমি নির্যাতিত।

আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।

তিনি বলেন, গত চার-পাঁচ বছর ধরে আমার উপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।

শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সামাজিকমাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

এক সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। এরপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’, ‘অ্যাপার্টমেন্ট’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Tag :
About Author Information

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কেঁদেছেন নাসিকের সাবেক কাউন্সিলর মতি

নিজ বাসায় হেনস্তার শিকার আশিক বানায়া খ্যাত তনুশ্রী 

প্রকাশের সময়ঃ ০৪:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ঢাকাঃ বলিউডের জনপ্রিয় নায়িকা তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি।

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে।

ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, নিজের বাড়িতেই আমি নির্যাতিত।

আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।

তিনি বলেন, গত চার-পাঁচ বছর ধরে আমার উপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।

শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সামাজিকমাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

এক সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। এরপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’, ‘অ্যাপার্টমেন্ট’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

404 Not Found

404

Not Found

The resource requested could not be found on this server!


Proudly powered by LiteSpeed Web Server

Please be advised that LiteSpeed Technologies Inc. is not a web hosting company and, as such, has no control over content found on this site.