ঢাকাঃ ভারী বৃষ্টির জেরে দিল্লিতে মন্দিরের দেওয়াল ভেঙে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে।
এরই মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লিতে একটি মন্দিরের দেয়াল ধসে যায়।
দিল্লি পুলিশ জানায়, ওই এলাকায় একটি পুরনো মন্দির ছিল। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তারা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার সকালে বৃষ্টির সময়ে ওই মন্দিরের একটি দেওয়াল ভেঙে ছাউনির উপর পড়ে। এতে আটজনের প্রাণহানি হয়।
এদিকে, শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির জেরে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লির সফদরজঙে ৭৮.৭ মিলিমিটার, প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোড এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho