০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ ময়লার ভাগার অপসারনের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি  ইউনিয়নের  মুলজান এলাকার  উম্মক্ত স্থান থেকে ময়লার ভাগার অপসারনের দাবিতে মানব বন্ধন  করেছে দীঘি  ইউনিয়নবাসী।

সোমবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুলজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোন্দকার আক্কাছ আলী, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি  মোঃ কাবুল উদ্দিন খান, মুলজান প্রগতি সংঘের সাবেক সভাপতি সানাউল হক টুলু,বিশিষ্ঠ সমাজ সেবক রবিউল ইসলাম জুয়েল, আনিসুর রহমান ফরহাদ,মশিউর।  রহমান বাবু,আতাউর রহমান,আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে  কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে তিন ফসলী  জমিতে ময়লার ভাগার স্থাপন করা হয়। এ সময় ভুক্তভুগীরা তিন ফসলী জমি রক্ষায় আন্দোলন সংগ্রাম শুরু করেন। পরে পৌর কর্তৃপক্ষ কৃষকদের মিথ্যা আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে  তাদের জায়গা নিয়ন্ত্রনে নেয়।এর পর থেকে পৌর এলাকার সকল প্রকার বর্জ,হাসপাতেলের অপরিশধিত বর্জ সেখানে ফেলা হচ্ছ। খোলা জায়গায়  ময়লা ফেলার কারনে এলাকা জুরে দুর্ঘন্ধে বসবাসের অযোগ্য  পড়েছে। পরিবেশ রক্ষায়  দ্রত সময়ের মধ্যে ব্যাবস্থ্যা না নিলে কঠোর কর্মসুচি পালন করা হবে  বলে  বক্তারা জানান।

মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রণী পেশার শত শত  লোক অংশ গ্রহণ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

গাজী পরিবারের সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে : গাজী স্বপন

মানিকগঞ্জ ময়লার ভাগার অপসারনের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৩:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি  ইউনিয়নের  মুলজান এলাকার  উম্মক্ত স্থান থেকে ময়লার ভাগার অপসারনের দাবিতে মানব বন্ধন  করেছে দীঘি  ইউনিয়নবাসী।

সোমবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুলজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোন্দকার আক্কাছ আলী, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি  মোঃ কাবুল উদ্দিন খান, মুলজান প্রগতি সংঘের সাবেক সভাপতি সানাউল হক টুলু,বিশিষ্ঠ সমাজ সেবক রবিউল ইসলাম জুয়েল, আনিসুর রহমান ফরহাদ,মশিউর।  রহমান বাবু,আতাউর রহমান,আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে  কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে তিন ফসলী  জমিতে ময়লার ভাগার স্থাপন করা হয়। এ সময় ভুক্তভুগীরা তিন ফসলী জমি রক্ষায় আন্দোলন সংগ্রাম শুরু করেন। পরে পৌর কর্তৃপক্ষ কৃষকদের মিথ্যা আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে  তাদের জায়গা নিয়ন্ত্রনে নেয়।এর পর থেকে পৌর এলাকার সকল প্রকার বর্জ,হাসপাতেলের অপরিশধিত বর্জ সেখানে ফেলা হচ্ছ। খোলা জায়গায়  ময়লা ফেলার কারনে এলাকা জুরে দুর্ঘন্ধে বসবাসের অযোগ্য  পড়েছে। পরিবেশ রক্ষায়  দ্রত সময়ের মধ্যে ব্যাবস্থ্যা না নিলে কঠোর কর্মসুচি পালন করা হবে  বলে  বক্তারা জানান।

মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রণী পেশার শত শত  লোক অংশ গ্রহণ করেন।