খুলনাঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবিতে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তাই অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম শফিউল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, সদস্য প্রবীর জয় ও নজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের সত্য প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho