
টাঙ্গাইলঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন টাংগাইল -১(ধনবাড়ি -মধুপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জোবাইর আল- মাহমুদ রিজভী।
শুক্রবার বিকেলে তাদের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রিজভীর পিতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, দপ্তর সম্পাদক আব্দুল মোমিন, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ বিএনপি সমর্থিত এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক।