১১:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ২৪ ঘণ্টায় তিন গুণের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় তিন গুণেরও বেশি। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৪ জনে। শুধুমাত্র চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ৯২ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ এবং সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নতুন ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তবে, গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জেলায় মোট ৩১১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে রাজধানীতে গিয়ে ও বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tag :
About Author Information

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কেঁদেছেন নাসিকের সাবেক কাউন্সিলর মতি

নারায়ণগঞ্জ ২৪ ঘণ্টায় তিন গুণের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশের সময়ঃ ০৮:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় তিন গুণেরও বেশি। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৪ জনে। শুধুমাত্র চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত ৯২ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ এবং সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নতুন ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তবে, গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জেলায় মোট ৩১১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে রাজধানীতে গিয়ে ও বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।