
ঢাকাঃ সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে কারখানার আই এ এজিএমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার গোরাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এজিএম রহুল আমিন (৩৫) মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার গোরাট এলাকায় থেকে ডেবোনিয়ার গ্রæপের আই এ এজিএম হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকালে ওই কারখানার এক নারী শ্রমিককে তার অফিস কক্ষে ডেকে নেন এজিএম রুহুল আমিন। এক পর্যায়ে তিনি ওই নারী শ্রমিককে কু-প্রস্তাব দেন। এ সময় ওই নারী শ্রমিক তার কু-প্রস্তাবে রাজি না হলে তাকে শ্লীলতাহানির করে। পরে ভুক্তভোগী ওই নারী শ্রমিক থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আশুলিয়া থানায় উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) সাইফুল ইসলাম জানান, সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।