
শেরপুরঃ মনকান্দা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শুক্রবার বিকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা গ্রামে টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজন ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ফুটবল খেলায় অংশ গ্রহন করে তাতালপুর যুব স্পোর্টিং ক্লাব বনাম হোসেনখিলা একাদশ। এসময় টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলে ফুটবল খেলা। খেলা চলাকালে কোন পক্ষই গোল করতে পারে নাই। পরে খেলায় আরো অতিরিক্ত ২ মিনিট সময় বাড়িয়ে দিলেও কোন পক্ষই গোল করতে না পারায় খেলা গিয়ে গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারেও চলে উভয় দলের হাড্ডা হাড্ডি লড়াই। অবশেষে ট্রাইবেকারে তাতালপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে হোসেনখিলা একাদশ জয়ী হয়। ফাইনাল ফুটবল খেলা দেখতে শিশু বৃদ্ধা সহ নানা বয়সী হাজারো ফুটবল প্রেমীরা ভিড় জমায়।
এসময় মনকান্দা টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সদস্য সচিব গোলাম মোস্তফা, শেরপুর জজ কোর্টের এ.পি.পি এডভোকেট মাসুদুর রহমান শামীম, শেরপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মতিন, মনকান্দার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, আনিছুর রহমান, আব্দুল হাকিম, হাবিবুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে আকর্ষনীয় পুরুষ্কার হিসেবে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি তুলে দেন খেলার আয়োজক কমিটির সদস্যরা।