
ঢাকাঃ সেবা, ঐক্য, সততা” মূলমন্ত্রকে সামনে রেখে আশুলিয়ায় বাইপাইল আড়ৎ কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান এর উদ্বোধনী আনুষ্ঠান ও নির্বাচনি আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২৫ আগষ্ট) দুপুরে আশুলিয়ার বাইপাইল আড়ৎ অফিস প্রাঙ্গনে ব্যবসায়ী বান্ধব পরিবেশে ব্যবসায়িদের পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রদান করা হয়।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় বাইপাইল আড়ৎ কল্যাণ সমিতির সদস্যরা বক্তব্য প্রদান করেন।
ব্যবসায়িদের কল্যাণ মূলক কাজকে প্রাধান্য দিয়ে সভায় বক্তারা বলেন, বাইপাইল আড়ৎ কল্যান সমিতি একটি সম্পুর্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটা জাতি ধর্ম বর্ন নির্বিশেষ সকলের জন্য সমান। দীর্ঘদিন পরিশ্রমের ফল আমাদের এই সমিতি। এই সমিতি এখন সরকারি নিবন্ধন পেয়েছে। আমরা যদি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গঠন করতে পারি তবে এই সমিতি ব্যবসায়িদের সত্যিকারের কল্যাণ বয়ে আনবে। এই কল্যাণ সমিতি ব্যবসায়ীদের বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আইয়ূব আলী সাধারণ সম্পাদক কফিলউদ্দিন ভূইয়া, সহ সভাপতি মোঃ হযরত আলী সহ বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ও অন্যান্য ব্যবসায়ীরা।