জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দুটি প্রধান দাবি জকসু নির্বাচন ও সম্পূরক বৃত্তি কার্যকরকরণ এখনো বাস্তবায়িত হয়নি। এসব দাবি দ্রুত পূরণের লক্ষ্যে আজ সোমবার (২৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সুনির্দিষ্ট ৫ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে।
ঘোষিত প্রস্তাবনায় বলা হয়—
১. বিশেষ সিন্ডিকেটের পর নীতিমালা ইউজিসিতে পাঠিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তা বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
২. বিধি বিশ্ববিদ্যালয়ে আসার পর সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচন আয়োজন করতে হবে এবং চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩. আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা চূড়ান্ত করতে হবে।
৪. নীতিমালা চূড়ান্ত হওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আগামী অক্টোবর মাস থেকেই বৃত্তি কার্যক্রম চালু করতে হবে।
প্রস্তাবনাগুলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho