
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা প্রশাসন কাপ – ২০২৫ ফুটবল প্রতিযোগিতায় দৌলতপুর উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে মানিকগঞ্জ উপজেলা দল।
সোমবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্টিত সেমিফাইনাল খেলায় দৌলতপুর উপজেলা দলকে ৭-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে মানিকগঞ্জ উপজেলা দল।
আগামী ২৯ আগষ্ট বিকেল তিনটায় ফাইনাল অনুষ্টিত হবে। এতে মুখোমুখি হবে দুই শক্তিশালী ফুটবল দল- শিবালয় উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলা দল। এর আগে প্রথম সেমিফাইনালে শিবালয় উপজেলা ৭-০ গোলে সিংগাইর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। মানিকগঞ্জ পৌরসভা ও সাতটি উপজেলা দলসহ মোট আটটি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনালে উত্তীর্ণ দলকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব,) মোহাম্মদ আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজবাহ -উল সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।