
মানিকগঞ্জঃ সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে গভীর নলকূপ স্থাপন কাজ শুরু হয়েছে।
আজ (বুধবার) সকালে এই কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ মাহবুবুল ইসলাম, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার উদ্দিন আহাম্মেদ রাজা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আক্কাস আলী খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা- পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা যুবদল নেতা ফরহাদ হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সরকার এন্ড সন্স’ এর স্বত্বাধিকারী শমসের সরকার প্রমুখ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন পাইপলাইনের মাধ্যেমে এই পানি সরবরাহ স্কীমে ৩০০টি পরিবার পানি সরবরাহ সেবা পাবেন বলে বক্তারা জানান।