জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সংবিধি অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সিন্ডিকেট সভায়। তবে শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রুত সম্পূরক শিক্ষাবৃত্তি এখনও কার্যকর হয়নি।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের কনফারেন্স রুমে এ বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, অনুমোদিত সংবিধি দ্রুত ইউজিসি প্রেরণের জন্য প্রস্তুত করা হবে এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগে জবিতে জকসু সংক্রান্ত কোনো ধারা না থাকার কারণে সম্পূর্ণ নতুন সংবিধি প্রণয়ন করতে হয়েছে। এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এখনও ছাত্র সংসদের আইন নেই, সেখানে আমরা অনেকটা এগিয়ে আছি।”
সম্পূরক বৃত্তির বিষয়ে কতৃপক্ষ জানান, “খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এটি ফাইন্যান্স কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে এবং অনুমোদিত হলে পরবর্তী সিন্ডিকেটে পাস করা হবে।” এছাড়াও জানানো হয়, “ইউজিসি থেকে অর্থ বরাদ্দ এখনও ছাড়া হয়নি। অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের প্রাপ্য বকেয়াসহ বৃত্তি পাবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho