
মানিকগঞ্জঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হরিরামপুর -সিংগাইর এবং মানিকগঞ্জ সদরের একাংশ নিয়ে মানিকগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান মানিকগঞ্জে এস,এস,সি,দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের নিয়ে A+ সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠানে বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিস্যদ। তাই মনদিয়ে লেখাপড়া করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হয়েই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়বে আজকের ছাত্রছাত্রীরা।মেধার বিকাশ ঘটিয়ে,উন্নত চরিত্র গঠন করে,অপ-সাংস্কৃতিকে মোকাবেলা করে আমাদের আজকের প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
বুধবার (২৭ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিবির নেতা জাহিদুর রহমান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান আরো বলেন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে, রাজনীতি তার মধ্যেএকটি অংশ মাত্র। রাজনীতির বাহিরেও দেশ প্রেমিক নাগরিক তৈরিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মেধাবীরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডাঃ রেজুয়ানুল হক, বিশেষ অতিথিন বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চলের টিম সদস্য,জেলা শাখার সাবেক আমির, মানিকগঞ্জ -৩ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, তিনি বলেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে তোমাদের মত মেধাবীদের অনেক বেশি দায়িত্ব আছে। আগামীতে তোমাদের সম্মিলিত মেধাই গড়বে এক মেধাবী বাংলাদেশ।
বক্তব্য শেষে ২০২৫ সালে মানিকগঞ্জে এস,এস,সি,দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থী মাহিয়া
জানান,” অনেক ছাত্র সংগঠন থাকলেও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অন্য সংগঠনর তেমন কোন আয়োজন চোখে পড়ে না,। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমাদেরকে সম্মানিত করেছে ও অনুপ্রাণিত করেছে। ইসলামী ছাত্রশিবিরের এমন আয়োজনে আমরা খুবই খুশি।
এসময় মানিকগঞ্জ জেলা আমির হাফেজ কামরুল ইসলাম,পৌর আমির হুমায়ুন কবীর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলন।