
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানার অকাল মৃত্যুতে শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধায় মধুপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মধুপুর বার্তা২৪ ডটকম-এর সহযোগী সম্পাদক মরহুম বাবুল রানার অকাল মৃত্যুতে এ সভার আয়োজন করেন মধুপুর উপজেলা প্রেসক্লাব ও মধুপুর বার্তা ২৪ পরিবারে নেতৃবৃন্দ। শোকসভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ ।
শোকসভা ও আলোচনা সভা শুরুর আগে মরহুম বাবুল রানার নিজএলাকা বাগবাড়ী তাদের পারিবারিক কবরস্থানে গিয়ে প্রেসক্লাবের সদস্যরা মরহুম বাবুল রানার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষ করে প্রেসক্লাবে এসে সকল সদস্য শোক সভায় অংশ গ্রহন করেন। কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শোক সভা শুরু হয়।
শোক সভায় বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম বাবুল রানার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন সাংবাদিকতার এক নিবেদিতপ্রাণ। বাবুল রানা সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ ছিলেন। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম মারুফী।
সভায় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।