
ঢাকাঃ ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, সাভারকে একটি মানবিক সুন্দর সাভার হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে যুব সমাজকে মাদকের সংস্পর্শ থেকে দুরে থাকতে হবে।
শুক্রবার( ২৯ আগস্ট) বিকেলে সাভারের নামা গেন্ডা এলাকায় আন-নূর যুব মানবিক সংগঠন প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যুব সমাজের উদ্দেশ্যে এসময় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, তোমাদের বন্ধু-বান্ধব কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে তার কাছ থেকে নিজেকে দুরে সরিয়ে রাখতে হবে।
সাভারবাসির উদ্দেশ্যে তিনি বলেন, এই সাভার আপনার আমার সবার। তাই সাভারকে সুন্দর একটি পরিচ্ছন্ন সুপরিকল্পিত সাভার গড়ে তুলতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে খেলাধুলা, শিক্ষা,পারস্পারিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সামাজিক কর্মকান্ড সবকিছু মিলিয়ে একটি সুন্দর সাভার গড়তে চাই। এই সাভারের প্রতিটি নাগরিক ছিনতাই মুক্ত,সন্ত্রাস মুক্ত,চাঁদাবাজ মুক্ত ও মাদক মুক্ত সুন্দর বসবাসযোগ্য একটি সাভার চায়। এমন একটি সাভার গড়ার জন্য আপনাদের যাকে মনে ধরে, যাকে দিয়ে সম্ভব আপনারা তার পিছনেই থাকবেন। আমি যে সামাজিক কাজ গুলো করি বা যে কাজ গুলো করে যাচ্ছি আমার কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন চাই। আমি সাভারের মানুষের মন জয় করেই সাভারের মানুষের সেবক হতে চাই ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।