
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, ‘গনতান্ত্রিক নির্বাচনের জন্য সবাই একত্রিত হয়ে ধানের শিষের জন্য কাজ করবেন। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদরশের প্রতিটা মানুষ যাতে ভালো থাকে সেই ভাবে তিনি পদক্ষেপ নিয়েছেনন।যার পরিপেক্ষিতে আজকে এই ৩১ দফা এসেছে।এটা শুধু দলেরনা। এই ৩১ দফা বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্যকরা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট)) বিকেল ৫ ঘটিকার সময় সদর উপজেলার চর ঘোস্তা খেলার মাঠে পুটাইল ইউনিয়ন বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ত করনে এক প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরো বলেন বিগত সময়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করেছেন।তারি ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহিন নেতৃত্ব। তারি ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আজকে এসেছে তারেক রহমানের ৩১ দফা। এই ৩১ দফানিয়ে এখন কাজ করতে হবে ।
তিনি বলেন, আমাদের নেতা তারেক ররহমান আমাদের জন্য ২৪ ঘন্টা কাজকরে যাচ্ছেন। ১৭ বছরে আমাদের একটা নেতা কর্মীও ধানের শিষ ছেরে যায়নাই। কারন একটাই আমার আমাদের নেতার বলিস্ট নেতৃত্ব। তার দক্ষতার সাথে দলকে পরিচালনা করার জন্যেই এটা সম্ভব হয়েছে।
আফরোজা খানম রিতা আরো বলেন মানিকগঞ্জের প্রত্যেকটি মানুষ ধানের শিষকে ভালোবাসে। মা,বোনরা আরো বেশী ভালোবাসে। আগামিতে আমরা এই ধানের শিষকে ফিরিয়ে আনবো।
আমদের নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য, আমিযে একজন বাংলাদেশি সেই পরিচয় দেওয়ার জন্য আমাদের বেচে থাকার জন্য এনকি সন্তানদের ভবিস্যতের জন্য ধানের শিষে ভোট দিতে হবে।
তিনি বলেন,এখন আমাদের সময় এসেছে দলকে কিছু দেওয়ার সেই দেওয়াটা হবে ভোট,ধানের শিষে ভোট।
বিগত সময়ে দেণের জন্য কাজ করেছেন জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় আজকে হাল ধরেছেন তারি সন্তান তারেক রহমান। মানিকগঞ্জ বাসি অতিতে ও ধানের শিষের পক্ষে ছিলেন,আগামিতেও থাকবেন বলে আসা করেন তিনি।
বিএনপি’র পুটাইল ইউনিয়ন শাখার সভাপতি আবু তাহের মিঠুর সভাপতিত্বে এবং পোর্টাল ইউনিয়ন-বিএনপি’র সাধারণ সম্পাদক জাহেদুর রহমান বাবুল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন , এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, এস এম ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, নাসির উদ্দিন আহমেদ জাদু, সত্যেন কান্ত পন্ডিত ভজন, মোঃ গোলামা আবেদীন কায়সার। এর আগে স্বাগত বক্তব্য রাখেন পুটাইল ইউনিয়ন শাখার সভাপতি আবু তাহের মিঠু,ও সহ- সভাপতি আব্দুল আলীম। প্রমুখ