
মানিকগঞ্জঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, কবিতা পাঠ ও নজরুলগীতি পরিবেশন করে বিদ্রোহী কবিকে স্মরণ করে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামটি নজরুল স্মৃতিবিজড়িত। এখানেই কবি কাজী নজরুল ইসলাম বিয়ে করেছিলেন তেওতার কন্যা প্রমীলা দেবীকে। বিয়ের পর কবি একাধিকবার তেওতায় এসেছেন, আর তাঁর লেখা গান সেসময় স্থানীয় পরিবেশে অনুরণিত হয়েছে। আজও গ্রামবাসীর মুখে মুখে শোনা যায় সেই স্মৃতিচারণা।
তেওতারই সন্তান প্রয়াত সাইফুল ইসলাম খান ছিলেন দৈনিক ভোরের দর্পণের সিনিয়র সাংবাদিক, নজরুল গবেষক ও একনিষ্ঠ নজরুলপ্রেমী। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘নজরুল–প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী’। তাঁর প্রচেষ্টায় একসময় তেওতায় নিয়মিতভাবে নজরুলের গান, আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন হতো। কিন্তু তিনি চলে যাওয়ার পর সংগঠনটির কার্যক্রম আর সচল থাকেনি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, “সাইফুল ভাই থাকাকালীন নজরুলের প্রয়াণ দিবস বা জন্মবার্ষিকীতে তেওতায় বড় অনুষ্ঠান হতো। এখন আর কেউ এগিয়ে আসে না।”
সাংস্কৃতিক কর্মীরা মনে করেন, জাতীয় কবির স্মৃতিবিজড়িত এই গ্রামকে উপেক্ষা করা দুঃখজনক। তাঁরা দাবি জানান, সরকার ও স্থানীয় প্রশাসন নজরুল–প্রমীলা স্মৃতিকে সংরক্ষণের উদ্যোগ নিক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কবির জীবনের এ গুরুত্বপূর্ণ অধ্যায়। সাইফুল ইসলাম খানের সেই সংগঠনটির দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে সরকারিভাবে তুলে দেয়া হোক।