০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জবির ফাইন্যান্স প্রিমিয়ার লিগে ১৫তম ব্যাচের টানা দ্বিতীয় শিরোপা

 

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফাইন্যান্স প্রিমিয়ার লিগ (FPL) ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে ফিন্যান্স ১৯, ১৮, ১৭, ১৬, ১৫ এবং অ্যালামনাই।

উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে ফিন্যান্স ১৭তম ব্যাচকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স ১৫তম ব্যাচ। দলীয় সমন্বয় ও দৃঢ় মনোবলই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি।

টুর্নামেন্ট জুড়ে অ্যালামনাই এর সক্রিয় সমর্থন এবং উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহ আয়োজনকে করেছে প্রাণবন্ত।

এ প্রসঙ্গে ফিন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাইফুল বলেন,
“আলহামদুলিল্লাহ, ফিন্যান্স প্রিমিয়ার লিগ ২০২৫ সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। অংশগ্রহণকারী সব ব্যাচ, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার হয়েছে এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে।”

তিনি আরো বলেন, FPL শুধু প্রতিযোগিতা নয়, বরং ব্যাচগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের দলগত চেতনা গড়ে তোলার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

অংশগ্রহণকারী সকল ব্যাচকে আয়োজক ১৫ ব্যাচ এবং অ্যালামনাইরা ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্ট সমাপ্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ

জবির ফাইন্যান্স প্রিমিয়ার লিগে ১৫তম ব্যাচের টানা দ্বিতীয় শিরোপা

প্রকাশের সময়ঃ ০৯:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

 

জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফাইন্যান্স প্রিমিয়ার লিগ (FPL) ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে ফিন্যান্স ১৯, ১৮, ১৭, ১৬, ১৫ এবং অ্যালামনাই।

উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে ফিন্যান্স ১৭তম ব্যাচকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স ১৫তম ব্যাচ। দলীয় সমন্বয় ও দৃঢ় মনোবলই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি।

টুর্নামেন্ট জুড়ে অ্যালামনাই এর সক্রিয় সমর্থন এবং উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহ আয়োজনকে করেছে প্রাণবন্ত।

এ প্রসঙ্গে ফিন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাইফুল বলেন,
“আলহামদুলিল্লাহ, ফিন্যান্স প্রিমিয়ার লিগ ২০২৫ সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। অংশগ্রহণকারী সব ব্যাচ, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার হয়েছে এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে।”

তিনি আরো বলেন, FPL শুধু প্রতিযোগিতা নয়, বরং ব্যাচগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের দলগত চেতনা গড়ে তোলার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

অংশগ্রহণকারী সকল ব্যাচকে আয়োজক ১৫ ব্যাচ এবং অ্যালামনাইরা ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্ট সমাপ্ত করেন।