
জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি প্রার্থী অমর্ত্য রায় জনের ভোটার ও প্রার্থী তালিকা থেকে নাম প্রত্যাহার করায় নির্বাচন কমিশনের অদূরদর্শীতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (০৭ সেপ্টেম্বর) , বিকেলে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ এর পাদদেশে এ প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থী ঐক্য ফোরাম।
এ সময় ব্যক্তারা অভিযোগ তুলে বলেন, গত ২৮ আগস্ট জাকসু চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও গতকাল জাকসু নির্বাচনের মাত্র চারদিন আগে হঠাৎ করে সম্প্রীতির ঐক্য প্যানেলের অমৃত্য রায় জনকে ভিপি প্রার্থীকে অযোগ্য বলে ঘোষনা করেন নির্বাচন কমিশন। এতে সাধারণ শিক্ষার্থী ও প্রতিনীধিদের ভীতির সৃষ্টি হয়।তারা বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করার যোগ্যতা রাখেন কি না? নাকি এর মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছেন।বক্তারা আরও অভিযোগ তুলেন ক্যাম্পাসে আজও বহিঃরাগত ও অছাত্ররা ঘুরে বেড়াচ্ছে।হলে হলে প্রার্থীরা অতিরিক্ত টাকা ছড়াচ্ছে,প্রশাসন ছাত্রদলের প্রার্থীদের সাথে পক্ষপাতমূলক আচারণ করছেন।এসময় ব্যক্তারা হুশিয়ারী দিয়ে বলেন কোন কারনে যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে প্রসাশনও তাদের পদে থাকার নৈতিকতা হারিয়ে ফেলবেন।
উল্লেখ্য, গত কাল বিকাল চারটার দিকে জাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থিতায় অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে অমর্ত্য রায় জনের নাম প্রত্যাহার করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন। এরপর এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে।