মানিকগঞ্জঃ মানিকগঞ্জে পারিবারিক রাস্তা অনধিকার বলে জবরদখলের চেষ্টা ও অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকায় পারিবারিক রাস্তা জনস্বার্থে ব্যবহারের জন্য এলাকাবাসী গত ৩০ আগস্ট একটি মহল মানববন্ধন করেছে। তবে ভূমি মালিক পরিবারের দাবি এটা কেবল তাদের ব্যক্তিগত যাতায়াতের রাস্তা। এ নিয়ে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য থেকে জানা যায়- পৈতৃক ৬০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক মো. আলী আলাউদ্দিন, মো. আলী আশরাফ এবং শেখ রুবাইয়াত ইসলাম। উভয়ের পিতা অ্যাডভোকেট রহমত আলী তার জীবদ্দশায় এ জমি তার সন্তানদের লিখে দেন। পাশাপাশি লিখিত ওই দলিলে যাতায়াতের জন্য ১৩ ফিট রাস্তার কথা উল্লেখ রাখা হয়। তবে এ রাস্তা কেবল তার ওয়ারিশানদের ব্যবহারের জন্য, যা দক্ষিণ পাশের সংযোগ সড়কের সাথে যুক্ত হবে।
জমির মালিক আলী আশরাফ বলেন, একটি কুচক্রী মহল আমাকে এবং আমার পরিবারকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করছে।
তিনি আরো বলেন, ২০২৩ সালের ৪ঠা ফেব্রুয়ারী তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং জসিম গং দের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক রাতের আধারে আমার বাড়ি দখল করে, আমার বাড়ির গাছ কেটে নেয় ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা বানানোর চেষ্টা করে।
এব্যাপারে আমার স্ত্রী বিথী আক্তার মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি অভিযোগপত্র দায়ের করেন। কিন্তু আমি বিএনপির রাজনীতিতে জরিত থাকায় কোন সুবিচার পাইনি। এখন প্রশাসনের কাছে আমার দাবি- তারা তদন্ত করে আমার পৈত্রিক জমি আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আর যারা আমার এবং আমার পরিবারে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ- সভাপতি শাহজাহান বিশ্বাস,আবুল বাসার আব্বাসী,সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho