
লালমনিরহাটঃ লমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে অবস্থিত সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন সমাজকল্যাণ সংগঠনের তৃতীয় মেয়াদে নব নির্বাচিত কমিটি ও উপদেষ্টাগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) রাতে তালুক মদাতী এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক কহিনুর ইসলামের সঞ্চালনায় আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোরশিদুল হক,উপদেষ্টা করিম উল্ল্যাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রতন এবং সংগঠনের পরিচিতি নিয়ে আলোচনা করেন সভাপতি সহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, মানবিক সেবায় এই সংগঠন বিগত ৪ বছর যাবৎ যেভাবে সমাজের দুঃস্থ অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রসংসার দাবীদার। এই সংগঠন পরিচালিত হচ্ছে একঝাঁক তারুণ্যের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি এভাবেই এই সংগঠন সবসময় তাদের কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেবে। এ সময় তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সার্বিক সহযোগিতায় ছিলেন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র রায়, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন বাবু, পরিবেশ বিষায়ক সম্পাদক আরিফ হোসেন, ক্রীড়া সম্পাদক এম এ রনি, ত্রাণ বিষায়ক সম্পাদক রুবেল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জুয়েল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুল ইসলাম তুষার,শিক্ষা বিষায়ক সম্পাদক কহিনুর ইসলাম প্রমুখ।