জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস ও লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করে শিক্ষা উপযোগী পরিবেশ তৈরির দাবিতে শিক্ষক সমিতি একাধিক পদক্ষেপ নিয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দিন জানান, দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই গত ৮ জানুয়ারি এ বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে পাঁচটিরও বেশি সভা অনুষ্ঠিত হলেও কার্যকর সমাধান আসেনি।
সর্বশেষ চলতি মাসের ৭ তারিখে এক শিক্ষার্থীকে দুটি বাস চাপা দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে, শিক্ষক সমিতির উদ্যোগে ডিসি ট্রাফিকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক হয়। পরবর্তীতে সমিতির পক্ষ থেকে ১০ সেপ্টেম্বর অত্র এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে নয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ড. রইছ উদ্দিন বলেন, “আমরা কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের বিষয় নেই। সুন্দর পরিবেশ তৈরি হলে শুধু জগন্নাথ নয়, আশপাশের সব প্রতিষ্ঠানই এর সুফল ভোগ করবে।”
তিনি আরও জানান, “এ বিষয়ে কোনো লুকোচুরি নেই, তাই বিতর্কেরও প্রয়োজন নেই। সাময়িক অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যমতে আসতে হবে।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নিয়ে অযথা বিতর্কে না জড়ানোর অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho