
সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার পরিষদ চত্বরে শ্যামনগর উন্নয়ন সংগ্রাম কমিটি ও উপজেলার সর্বস্তরের জনগন যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ বিধুস্রুবা মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিতিদের দাবী শ্যামনগর উপজেলার উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোছাঃ রনী খাতুন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি সকলের অন্তর জয় করেছে এটা ছাড়া শ্যামনগরের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শ্যামনগর উপজেলার উন্নয়নে মোছাঃ রনী খাতুনকে পুনারায় পেতে উপজেলাবাসী এ মানববন্ধন আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু , মুন্সিগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, নওয়াবেঁকী বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদল নেতা রস্তম আলী সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের অন্যতম স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান এসময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি জনসাধারণ উপস্থিত ছিলেন।