০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হোমনা-দুলালপুর সড়কে জনদুর্ভোগ, ঝুঁকিপূর্ণ যাতায়াত

 

কুমিল্লাঃ কুমিল্লার হোমনা উপজেলা সদর থেকে দুলালপুর বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশা এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারহীন থাকায় সড়কের পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার পানিতে এসব গর্ত ঢেকে ডুবো ফাঁদে পরিণত হচ্ছে।

ফলে প্রতিদিন শত শত সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এমনকি অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অগভীর গর্ত সনাক্ত করতে না পারায় অনেক সময় যানবাহন উল্টে গিয়ে চালক ও যাত্রী আহত হন এবং গাড়ির মালিকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে দুলালপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন বাজার, অফিস, স্কুল-কলেজ, চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াত করেন। তাই রাস্তার এই দুরবস্থা মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যা অনেক সময় জীবনহানির ঝুঁকি বাড়াচ্ছে।

একজন পথচারী বলেন, “এই রাস্তায় বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের চলাফেরা দুষ্কর হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।”

এলাকাবাসী জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর অভিযোগ রুবেল শেখের বিরুদ্ধে

হোমনা-দুলালপুর সড়কে জনদুর্ভোগ, ঝুঁকিপূর্ণ যাতায়াত

প্রকাশের সময়ঃ ০১:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

 

কুমিল্লাঃ কুমিল্লার হোমনা উপজেলা সদর থেকে দুলালপুর বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশা এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারহীন থাকায় সড়কের পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার পানিতে এসব গর্ত ঢেকে ডুবো ফাঁদে পরিণত হচ্ছে।

ফলে প্রতিদিন শত শত সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এমনকি অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অগভীর গর্ত সনাক্ত করতে না পারায় অনেক সময় যানবাহন উল্টে গিয়ে চালক ও যাত্রী আহত হন এবং গাড়ির মালিকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে দুলালপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন বাজার, অফিস, স্কুল-কলেজ, চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াত করেন। তাই রাস্তার এই দুরবস্থা মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যা অনেক সময় জীবনহানির ঝুঁকি বাড়াচ্ছে।

একজন পথচারী বলেন, “এই রাস্তায় বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের চলাফেরা দুষ্কর হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।”

এলাকাবাসী জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।