০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮ 

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতাল ভবনের ভেতরে পরিচালিত রিভারভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের এক কর্মচারীসহ আটজনর নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) এবং মো. রাজন মিয়া (২২)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চললেও ভয়ে বা বিভিন্ন কারণে কেউ সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পাননি। তবে পুলিশের এই অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে আশা করছেন ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধ হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান, দীর্ঘদিন ধরে চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সাজেদা হাসপাতাল ভবনকে আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করে সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে আটক করে।

তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নন-আইআর প্রসিকিউশন নং-১৪২ অনুযায়ী তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর অভিযোগ রুবেল শেখের বিরুদ্ধে

নারায়ণগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮ 

প্রকাশের সময়ঃ ০২:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

 

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতাল ভবনের ভেতরে পরিচালিত রিভারভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের এক কর্মচারীসহ আটজনর নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) এবং মো. রাজন মিয়া (২২)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চললেও ভয়ে বা বিভিন্ন কারণে কেউ সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পাননি। তবে পুলিশের এই অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে আশা করছেন ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধ হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান, দীর্ঘদিন ধরে চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সাজেদা হাসপাতাল ভবনকে আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করে সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে আটক করে।

তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নন-আইআর প্রসিকিউশন নং-১৪২ অনুযায়ী তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।