কুমিল্লাঃ কুমিল্লার হোমনা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফেরদৌস মিয়া। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো. মুহসিন মিয়া ও মো. কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন মো. শাহজাহান ভূইয়া এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
বক্তব্য দেন দর্শন বিভাগের প্রধান মো. নাজমুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাইম ইসলাম, সাধারণ সম্পাদক আবু হায়দার রনি ও সিনিয়র সহসভাপতি সোহেল রানা অন্তরসহ শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তারা নবীনদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সার্বিক আয়োজনে কলেজ ক্যাম্পাসে এক অনাবিল আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho