শেরপুরঃ ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই সেপ্টেম্বর সোমবার সকালে শ্রীবরদী কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরহাদ আলী। নবীন বরণ ও উদ্বোধনী ক্লাসের উদ্বোধন করেন শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আকরাম হোসাইন।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, কাজী হাসানুজ্জামান প্রভাষক তাউহিদুল আলম প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষকমন্ডলীর সদস্য, নবাগত শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho