মানিকগঞ্জঃ মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন হরিরামপুর - সিংগাইর নিয়ে মানিকগঞ্জ- ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী জাহিদুর রহমান।
গতকাল দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হিজলাইন এলাকায় কালীগঙ্গা নদীতে এই পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি, ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২য় ধাপে কালীগঙ্গা নদীতে ৪ শত ১৭ কেজি পোনামাছ অবমুক্ত করণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জামায়াত ইসলামের জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম, এলাকার যুবসমাজের প্রতিনিধি, মোঃ শাহরিয়ার জুয়েল, জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় আগামী ৩ মাস মাছ না ধরতে এলাকাবাসী ও জেলেদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho