নারায়াণগঞ্জঃ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে চলন্ত বাসে ডাকাতির ঘটনা স্পর্শকাতর ঘটনা হিসেবে তদন্ত কাজ চালাচ্ছে পুলিশ। নারায়ণগঞ্জে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এমন অবস্থায় ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ প্রশাসন। গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করতে।
পুলিশের দেয়া তথ্যে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাসে ১৫ জনের মত যাত্রী ছিলেন। ভোর ৫ টার দিকে বাসটি সাইনবোর্ড এলাকায় পৌছালে যাত্রীবেশে বাসে উঠে ডাকাত সদস্যরা। বাসটি সানারপাড় ঘুরে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জের দিকে প্রবেশ করার পর এই ডাকাত সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। যাত্রীদের জানায়, বাসে লক্ষাধিক টাকার মাদক রয়েছে। এরপরেই তল্লাশীর নাম করে যাত্রীদের জিম্মি করে হাতিয়ে নেয় টাকা, মোবাইল, স্বর্নালংকার।
ভুইগড় এলাকায় ডাকাতরা নেমে গেলে যাত্রীরা চিৎকার করে আশেপাশের লোকজন জড়ো করে। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে গাড়ির চালক হেলপাড় সহ তিনজনকে আটক করে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে। তবে মূল ডাকাত সদস্যরা এখনও থেকে গেছে ধরাছোয়ার বাইরে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুতই সিদ্ধান্ত নেয় পুলিশ ও জেলা প্রশাসন। পুলিশের পক্ষ থেকে ডাকাত সদস্যদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। অন্যদিকে জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নেয়া হয় লিংক রোডে স্থাপিত হবে সিসিক্যামেরা। যা শহরের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত থাকবে। সাইনবোর্ড এলাকায় একাধিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, ‘লিংক রোডকে ঘিরে বেশ কিছু অপরাধ সংগঠিত হবার খবর পাচ্ছি। চুরি, ডাকাতি, ছিনতাই এর পাশাপাশি ডেভিল ব্রেথ দিয়ে সংজ্ঞাহীন করে লুটপাট করার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থাকলে এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা সহজ হবে। এর বাইরেও আমাদের নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।’
মামলার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিলো। সাইনবোর্ড ক্রস করার সময় কয়েকজন বাসে উঠে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করেছে। বাসটিতে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময়ে জড়িত সন্দেহে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছিলো। এর পাশাপাশি ডাকাত সদস্যদের ধরতে আমাদের অভিযান চলছে। আমরা আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho