
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তারাইল এলাকায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের একটি শাখা অফিসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বীমা ও ডিপিএসের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে ক্ষুব্ধ গ্রাহকরা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই শাখার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধরা অফিসে উপস্থিত শাখা ম্যানেজার মাসুদ পারভেজ এবং ক্যাশিয়ার মজনুর রশিদকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
গ্রাহকদের অভিযোগ, এই শাখার মাধ্যমে প্রায় চার শতাধিক গ্রাহক বীমা ও ডিপিএস চালু করেছিলেন। তাদের মেয়াদ পূর্ণ হওয়ার পরও দীর্ঘ পাঁচ বছর ধরে প্রায় ৫ কোটি টাকার অর্থ ফেরত দেওয়া হয়নি। বারবার অফিসে যোগাযোগ করেও তারা কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাচ্ছেন না।
তাদের দাবি, শাখা অফিস থেকে মানিকগঞ্জ ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে ক্ষোভ আরও চরমে পৌঁছে যায় এবং আজ তারা সরাসরি অফিস ঘেরাও করে জবাবদিহিতা দাবি করেন।
গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের পাওনা অর্থ পরিশোধ না করা হয়, তাহলে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়ে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।