
ঢাকাঃ সাভারের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী শহীদুল ইসলাম।
তিনি সাভার ইউনিয়নের কলমা গ্রামের মরহুম গরীব উল্লাহর পুত্র।হাজী শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি স্থানীয় ছাপড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং উত্তর কলমা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে ।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। ব্যক্তিগত জীবনে হাজী শহীদুল ইসলাম একজন পরিবার প্রেমী মানুষ। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তারগ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার কারণে সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি পদে তাকে সবাই ইতিবাচক ভাবে দেখছেন।অনেকেই আশা করছেন,তার নেতৃত্বে কলেজটি শিক্ষা ও সুশাসনের ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে।