ঢাকাঃ ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় পিকআপে থাকা আরও দুইজন আহত হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানাই, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগীর খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায়। এসময় মুরগীর খাবার ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালক সহ দুজনে মৃত্যু হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত দুই জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho