ঢাকাঃ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া এলাকায় শনিবার বিকেলে শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে পাথালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান ২ ও ৯ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন রানা, ৬ নং ওয়ার্ড মেম্বার ফারুক হাসান শফিক ও সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের মেম্বার বুলু বেগম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল ঘোষ, পাথালিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কুমার ঘোষসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল।
পাথালিয়া ইউনিয়নে মোট ২৬টি দূর্গা পূজা মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দির কমিটির হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির নগদ পাঁচ হাজার টাকা সরকারি আর্থিক সহায়তা তুলে দেন।
প্রধান অতিথি জহিরুল ইসলাম জহির বলেন, আমার অফিসে মনিটরিং সেল বসিয়েছি। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রতিদিন রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত মাঠে থাকবো। আপনারা সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন যেদিন দিবেন, সেদিন আমি ঘরে ফিরে যাবো। আপনাদের সকল সুখ ও দুঃখের পাশে আছি এবং থাকবো। কোন মন্দিরে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন। আমি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আপনাদের মন্দিরে সাথে সাথে চলে আসবো।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho