
সাতক্ষীরাঃ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউনসহ নেতাকর্মীরা প্রথমে নেংগী সর্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন।
এ সময় নেংগী পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি পিযূষ কান্তি সরকার ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আল মাহমুদ ছোট্টু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক সরদার, বিশিষ্ট সমাজসেবক রওশন আলী কাগুচী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, মাষ্টার আদর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন মধু, জেলা তরুণ দলের সাবেক সহ-সভাপতি তাজুল হাসান সাদ, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদলের মুন্না ও মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেংগী সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সরকার সমাপনী বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে অতিথিরা কৃষ্ণনগর ইউনিয়ন কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার হালদার ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ অতিথিদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করেন।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।