সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাঠি হাইস্কুল মাঠ সর্বজনীন দুর্গা মন্দিরে মহা নবমী পূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বিশেষ পরিদর্শন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার বিশ্বাস,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক সুভাষ সরকার (অপারেশন উইং, র্যাব হেডকোয়ার্টার ঢাকা), এএসআই শাহাদাত হোসেনসহ কালিগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তারা আশ্বাস দিয়ে বলেন—“ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গোৎসবকে ঘিরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে এবং থাকবে।”
এছাড়া মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বিজন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পরজিৎ সরকার, সহ-সভাপতি সুভাষ মণ্ডল, ক্যাশিয়ার ও শিক্ষক বিউথি ভূষণ সরকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতায় পূজামণ্ডপকে সর্বজনীন মিলনমেলায় পরিণত করার চেষ্টা অব্যাহত থাকবে।
অপরদিকে, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা জানান, প্রশাসনের এ ধরনের সরেজমিন পরিদর্শন তাদের আরও আশ্বস্ত করেছে। তারা বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগ দুর্গোৎসবকে সবার কাছে নিরাপদ ও আনন্দময় করে তুলেছে।”উৎসবমুখর পরিবেশে এখন গোবিন্দকাঠি হাইস্কুল মাঠ সর্বজনীন দুর্গা মন্দির ঘিরে চারদিকে বাজছে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর আরতির আলো—যা শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল মানুষের মিলনস্থলে রূপ নিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho