
ঢাকাঃ সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
বুধবার (০১ অক্টোবর ) সন্ধ্যার পর থেকে সাভার পৌরসভার রাজাসন ধরেন্ডা পূজা মন্ডপ থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি পূজা মন্ডপে আর্থীক সহযোগিতা প্রদান করেন। সেই সাথে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি শারদীয় উৎসবে নিরাপত্তা দিতে নিজ দলের প্রতিটি নেতাকর্মী পাশে থাকবে বলে সানাতধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন লায়ন মোঃ খোরশেদ আলম।
এসময় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। তাই এই শারদীয় উৎসবে কেউ যদি কোন রকম বিশৃঙ্খলা তৈরী করার চেষ্টা করে তাহলে আমরা কঠোরভাবে তা দমন করব। আপনাদের উৎসব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,
পৌর বিএনপির খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী।