মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে খোঁজখবর নেন প্রবাসী সমাজসেবক মোজাম্মেল হোসেন মোল্লা। মানুষের প্রতি তার গভীর ভালোবাসা এবং মানবিক মূল্যবোধের কারণে তিনি সব ধর্মকে সমানভাবে সম্মান করেন।
এই বছর তিনি নিজে উপস্থিত না থাকলেও “শতরূপা মানবিক ফাউন্ডেশন” এর মাধ্যমে দুর্গাপূজায় অংশগ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার পাঠান। প্রতিটি মন্দিরে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। এতে ভক্ত ও পূজারীরা আনন্দিত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, মোজাম্মেল হোসেন মোল্লা সবসময় মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি মানুষের পাশে দাঁড়ান। তার এ উদ্যোগ সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করবে।
মোজাম্মেল হোসেন মোল্লা বলেন,
“আমি প্রবাসে থাকি ঠিকই, কিন্তু মন পড়ে থাকে দেশের মানুষের মাঝে। দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের হলেও এটি বাঙালির সার্বজনীন উৎসব। তাই ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একে অপরের আনন্দে শরিক হতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শিবালয়ের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য এবং সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho