০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

 

শেরপুরঃ শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বৃহস্পতিবার বৃষ্টিস্নাত বিকেলে শেরপুর শহর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে অনেক প্রতিমা শোভাযাত্রা সহকারে শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুর প্রাঙ্গণে এনে জড়ো করা হয়। সন্ধ্যায় একে একে সেসব প্রতিমা ওই পুকুরে বিসর্জন দেওয়া হয়।

এ সময় ঢাক-ঢোল ও বাদ্যি-বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ বিসর্জন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিমা বিসর্জন শেষে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে গোপালবাড়ী নাট মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীদের সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু নারীরা একে অপরের গালে ও মুখে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন।

বিসর্জন অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, সেনাবাহিনী, র্যা ব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আড়াই আনী জমিদার বাড়ির পুকুরের চারদিকে অবস্থান করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরিরামপুরে বিএনপির পক্ষ হতে শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন হাজী আব্দুল হান্নান মৃধা

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশের সময়ঃ ০৭:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

 

শেরপুরঃ শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বৃহস্পতিবার বৃষ্টিস্নাত বিকেলে শেরপুর শহর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে অনেক প্রতিমা শোভাযাত্রা সহকারে শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুর প্রাঙ্গণে এনে জড়ো করা হয়। সন্ধ্যায় একে একে সেসব প্রতিমা ওই পুকুরে বিসর্জন দেওয়া হয়।

এ সময় ঢাক-ঢোল ও বাদ্যি-বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ বিসর্জন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিমা বিসর্জন শেষে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে গোপালবাড়ী নাট মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীদের সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু নারীরা একে অপরের গালে ও মুখে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন।

বিসর্জন অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, সেনাবাহিনী, র্যা ব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আড়াই আনী জমিদার বাড়ির পুকুরের চারদিকে অবস্থান করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন।