ঢাকাঃ গতকাল গভীর রাতে আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহে অগ্নিকাণ্ডে ১৭ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ৫০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়াতে আজ স্থানীয় শিমুলিয়া ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিএনপি'র শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, আমরা ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন বাবু নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা সহ দোকান পুনরায় নির্মাণ এর জন্য সহযোগিতা করতে প্রস্তুত।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দুঃসময় পাশে এসে সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho