১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফ হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন।

এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেন।

শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে রাজুর মিশ্র চাষের ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের ভেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি থানায় জানান।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত আশরাফ হোসেন চার সন্তানের জনক ছিলেন। দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রী ও সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। তারা বলেন, “এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।”

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ (রোববার) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

কালিগঞ্জের মৌতলায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৭:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফ হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন।

এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেন।

শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে রাজুর মিশ্র চাষের ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের ভেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি থানায় জানান।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত আশরাফ হোসেন চার সন্তানের জনক ছিলেন। দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রী ও সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। তারা বলেন, “এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।”

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ (রোববার) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।