যশোরঃ যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামোতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (৩১ শে অক্টোবর) বিকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক আবু জুবায়ের শাওনের সঞ্চালনায় এতে’ প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রাধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনৈতি করেছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের আমলে জীবনবাজি রেখে দলের বিভিন্ন পদে দায়িক্ত পালন করেছি। অনেক ক্ষতি, হামলা মামলার শিকার হয়েছি। তবুও দল ত্যাগ করিনি। সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এ নির্বাচনে শার্শা উপজেলায় মোট চারজন নমিনেশন পদপ্রার্থী। দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে এই আসনটি বিজয় করে উপহার দিবো। আর যদি আমাকে নমিনেশন না দেয়, তাহলে যাকে দিবে আমি তার পক্ষে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করে তাকে বিজয়ী করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, উপজেলা মৎসজীবি দলের সভাপতি সোহারাব হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনির ইসলাম মনি, যশোর জেলা কৃষক দলের সদস্য মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho