
শেরপুরঃ শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বিকালে জেলা জামায়াতের আয়োজন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি খোয়ারপাড় থেকে শুরু হয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।
মিছিল শেষে থানার মোড়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, নকলা- নালিতাবাড়ী ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শ্রীবরদী- ঝিনাইগাতী ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে।
শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগে এমন ন্যক্কারজনক হামলার ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের নেতারা ।
শেরপুর প্রতিনিধিঃ 









